ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঢাবির প্রাক্তন শিক্ষার্থীর আত্মহত্যা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, মে ২৯, ২০২২
ঢাবির প্রাক্তন শিক্ষার্থীর আত্মহত্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রাক্তন ছাত্র মেহেদী হাসান আত্মহত্যা করেছেন।

রোববার (২৯ মে) রাতে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মেহেদী হাসান ২০১২-১৩ সেশনের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।

আত্মহত্যার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন মেহেদীর বড় ভাইয়ের বন্ধু গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী।

বাংলানিউজকে তিনি বলেন, মেহেদী অফিস শেষে স্কয়ার হাসপাতালের পেছনে মেসে আত্মহত্যা করেন। তার মা মারা যাওয়ার পর থেকে তিনি হতাশায় ছিলেন। ঘুমাতে পারতেন না। এ কারণে তাকে একমাস আগে মোহাম্মদপুরে ভাইয়ের বাসায় নিয়ে যাওয়া হয়। কিন্তু আজকে কাউকে না জানিয়ে তিনি মেসে গিয়ে আত্মহত্যা করেন। পরে খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, মে ২৯, ২০২২
এসকেবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।