ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

গেন্ডারিয়ায় ২০ কেজি গাঁজাসহ আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, মে ২৯, ২০২২
গেন্ডারিয়ায় ২০ কেজি গাঁজাসহ আটক ২

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়া এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দু্ই মাদককারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ।  

রোববার (২৯ মে) এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

আটকরা হলেন- মো. মোজাফফর হোসেন ও মো. রনি।

গোয়েন্দা লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল আলম মুজাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (২৮ মে) গেন্ডারিয়া নামাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ২০ কেজি গাঁজাসহ মোজাফফর ও রনিকে আটক করা হয়।

আটকদের নামে গেন্ডারিয়া থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মে ২৯, ২০২২
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।