ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

সাড়ে ৯ কেজি গাঁজাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, মে ২৯, ২০২২
সাড়ে ৯ কেজি গাঁজাসহ আটক ১

ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে সাড়ে ৯ কেজি গাঁজাসহ মো. ওসমান মিয়া নামে এক মাদককারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা পুলিশ।
 
শনিবার (২৮ মে) দিনগত রাতে বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে তাকে  আটক করা হয়।

বিমানবন্দর থানার পরিদর্শক (অপারেশন) মো. শফিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাতে বিমানবন্দর গোলচত্বর পুলিশ বক্সের সামনে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাড়ে ৯ কেজি গাঁজাসহ ওসমানকে আটক করা হয়।

আটক ওসমানের নামে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মে ২৯, ২০২২
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।