ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

বিমানবন্দর এলাকায় গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, মে ২৯, ২০২২
বিমানবন্দর এলাকায় গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে সাড়ে ৯ কেজি গাঁজাসহ মো. ওসমান মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ।

রোববার (২৯ মে) এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৮ মে) বিমানবন্দর গোলচত্ত্বর এলাকা থেকে ওসমানকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।

বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. শফিকুল ইসলাম জানান, বিমানবন্দর থানার গোলচত্ত্বরের পূর্ব পাশে একটি পুলিশ বক্স রয়েছে। তারা জানতে পারেন ওসমান গাঁজা বিক্রির জন্য সেখান থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন।

পরে পুলিশ বক্সের সামনে থেকে ওসমানকে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মে ২৯, ২০২২
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।