ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

হাওরাঞ্চলে বজ্রনিরোধক যন্ত্র স্থাপনের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, মে ২৯, ২০২২
হাওরাঞ্চলে বজ্রনিরোধক যন্ত্র স্থাপনের দাবি

নেত্রকোনা: নেত্রকোনার হাওরাঞ্চলে বজ্রনিরোধক সংকেতযন্ত্র স্থাপনের দাবিতে মানববন্ধন পালন করা হয়েছে।

রোববার (২৯ মে) বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে বেসরকারি আইইডির সহযোগিতায় জনউদ্যোগ মানবন্ধনের আয়োজন করে।

এতে জনপ্রতিনিধিসহ সকল শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

জনউদ্যোগ ফেলো সাংবাদিক শ্যামলেন্দু পালের সঞ্চালনায় একাত্মতা প্রকাশ করে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করে বক্তব্য দেন পৌরসভার প্যানেল মেয়র এস.এম মহসীন আলম, জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম আব্দুল্লাহ, সাংবাদিক আলপনা বেগম। এছাড়াও সুশীল সমাজের নেতারা বক্তব্য দেন। পরে সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী মানববন্ধনের সমাপ্তি করেন।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মে ২৯, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।