ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বানারীপাড়ায় ক্লিনিক-ডায়াগনস্টিকসহ ৩ প্রতিষ্ঠান বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, মে ২৮, ২০২২
বানারীপাড়ায় ক্লিনিক-ডায়াগনস্টিকসহ ৩ প্রতিষ্ঠান বন্ধ

বরিশাল: বরিশালের বানারীপাড়ার চাখারে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে লাইসেন্সহীন একটি ক্লিনিক ও দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার (২৮ মে) সকাল ১০টায় এক অভিযান থেকে এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজওয়ানুর আলম।

জানা গেছে, অভিযানে উপজেলার চাখারে বরিশাল সদর হাসপাতালের ডা. রিতা রাণী শীল পরিচালিত ফাইভ ডক্টর’স ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, বনানী ডায়াগনস্টিক সেন্টার ও চাখার ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স না থাকার কারণে বন্ধ করে দেওয়া হয়।

এ ব্যাপারে ডা. রেজওয়ানুর বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। নির্দেশনার আলোকে চাখারে নিবন্ধনহীন একটি ক্লিনিক ও দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ২৮, ২০২২
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।