ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাথরঘাটায় ঝড়ে ঘরবাড়ি ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, মে ২৮, ২০২২
পাথরঘাটায় ঝড়ে ঘরবাড়ি ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি ছবি: বাংলানিউজ

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ও বিদ্যুৎ সরবরাহ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  

শনিবার (২৮ মে) বিকেল তিনটার দিকে হঠাৎ হালকা বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় শুরু হয়।

বিকেল ৪টা পর্যন্ত চলে কালবৈশাখীর তাণ্ডব।

প্রচণ্ড ঝড়ো হাওয়ায় গাছপালা সড়কে পড়ে বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। বিভিন্ন ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছে বিদ্যুৎ বিভাগের কর্মীরা।  

নাচনাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ খান বলেন, কালবৈশাখী ঝড়ে আমার ইউনিয়নে বেশ কিছু ঘরবাড়ি, মসজিদ ও বিদ্যুৎতের লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

উপজেলা পল্লী বিদ্যুতের লাইনম্যান মো. সোহেল বলেন, কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ বিভাগের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নাচনাপাড়া ইউনিয়নে মুল লাইনে গাছ পড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কোথাও কোথাও খুঁটি ও মিটার ভেঙেছে। এখন সব জায়গায় লাইন মেরামতের কাজ চলছে। প্রথমে পাথরঘাটা উপজেলা সদরে বিদ্যুৎ লাইন চালু করা হবে, অন্যান্য জায়গায় আরও সময় লাগবে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান, ক্ষয়ক্ষতির পরিমাপ করা এখনো সম্ভব হয়নি। বিদ্যুৎ বিভাগের বিপর্যয় বেশি হয়েছে। স্বাভাবিক করতে কাজ চলছে।


বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, মে ২৮, ২০২২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।