ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধামরাইয়ে বন্ধ হলো ৪ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, মে ২৮, ২০২২
ধামরাইয়ে বন্ধ হলো ৪ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে অনুমোদন না থাকায় ও লাইসেন্স নবায়ন না করায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ মোতাবেক ২টি ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

শনিবার (২৮ মে) বিকেলে ধামরাই বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ধামরাই ৫০ শয্যা বিশিষ্ট কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর রিফফাত আরা।

ক্লিনিক ও ডায়াগনস্টিকগুলো হল- রুমা ডেন্টাল কেয়ার, আবীর ডায়াগনস্টিক সেন্টার, মামুন ডেন্টাল কেয়ার ও সন্ধানী এক্স-রে অ্যান্ড প্যাথলজি ডায়াগনস্টিক সেন্টার।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর রিফফাত আরা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে অনুমোদন না থাকায় ও লাইসেন্স নবায়ন না করায় অভিযান চালানো হয়েছে। এ সময় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সম্পূর্ণভাবে বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ২৮ মে, ২০২২
এসএফ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।