ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, মে ২৮, ২০২২
বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত

বগুড়া: বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বিনোদ সরকার (৩০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ মে) রাত সাড়ে ৯টার দিকে শেরপুর উপজেলার রানীরহাটের সিরাজগঞ্জ মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত বিনোদ সরকার বগুড়া শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের কামাল খান গ্রামের জগন্নাথ সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিনোদ সরকার তার ভ্যানে করে যাত্রী নিয়ে যাচ্ছিলেন। উপজেলার রানীরহাটের সিরাজগঞ্জ মোড়ে পৌঁছালে হঠাৎ ভ্যানটির চ্যাসিস ভেঙে পড়ে। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় বিনোদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে মারা যান তিনি।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ধাক্কা দেওয়া মোটরসাইকেল ও চালককে শনাক্ত করার কাজ চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৭, মে ২৮, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।