ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে লাইনচ্যুতির ১২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, মে ২৮, ২০২২
গাজীপুরে লাইনচ্যুতির ১২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক 

গাজীপুর: গাজীপুরের মৌচাক এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হওয়ার ১২ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (২৯ মে) সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা-রাজশাহী রেল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শুক্রবার (২৭ মে) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মৌচাক স্টেশন এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ হিরো জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মৌচাক স্টেশন অতিক্রম করছিল। এ সময় ট্রেনের ইঞ্জিনসহ সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে ঢাকা-রাজশাহী রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। এক পর্যায়ে শনিবার সকাল ৮টার দিকে লাইনচ্যুত হওয়া ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনে তুলতে সক্ষম হয়। পরে রেল লাইনের ক্ষতিগ্রস্ত কিছু অংশ মেরামত শেষে সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা রাজশাহী রেল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনার পর বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকে ছিল। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১০১৭, মে ২৮, ২০২২
আরএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।