ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে ট্রেনের ইঞ্জিনসহ ২ বগি লাইনচ্যুত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, মে ২৭, ২০২২
গাজীপুরে ট্রেনের ইঞ্জিনসহ ২ বগি লাইনচ্যুত

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (২৭ মে) রাত সাড়ে ৯টার দিকে কালিয়াকৈর উপজেলা মৌচাক স্টেশন এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ হিরো বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মৌচাক স্টেশন অতিক্রম করছিল। এসময় ট্রেনের ইঞ্জিনসহ সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে ঢাকা রাজশাহী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ২৩৪৯, মে ২৭, ২০২২
আরএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।