ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে সাংবাদিকরা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিল বিএনপিকে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, মে ২৭, ২০২২
রাজশাহীতে সাংবাদিকরা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিল বিএনপিকে ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীতে বিএনপির সমাবেশে ছয় গণমাধ্যমকর্মীকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন সংবাদকর্মীরা।  

শুক্রবার (২৭ মে) বেলা ১টার দিকে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করে রাজশাহীতে টিভি ক্যামেরায় কর্মরত সংবাদকর্মীরা।

মানববন্ধনে বক্তারা, পেশাগত দায়িত্ব পালনের সময় রাজশাহী মহানগর ও জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে ছয়জন সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।  

ঘটনার বেশকিছু সময় পার হলেও বিএনপির পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় উদ্বেগ জানিয়ে বক্তারা বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা ও বিবৃতি দিয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় বিএনপির সকল অনুষ্ঠান বয়কট করার মতো কঠোর সিদ্ধান্ত নিতে সাংবাদিকরা বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। সেই সঙ্গে আইন-শৃঙ্খলাবাহিনীর কাছে দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক লাঞ্ছনাকারীদের গ্রেফতার করার দাবিও জানান বক্তারা।

ইনডিপেনডেন্ট টেলিভিশনের ভিডিওগ্রাফার জাফর ইকবাল লিটনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান শিবলী নোমান, রাজশাহী টেলিভিশন জানালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট মাইনুল হাসান জনি, নিউজ ২৪ টেলিভিশনের স্টাফ রিপোর্টার কাজী শাহেদ, রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যসোসিয়েশনরে সভাপতি আসাদুজ্জান আসাদ এবং রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও মাছরাঙ্গা টেলিভিশনের ক্যামেরাম্যান মাহফুজুর রহমান রুবেল।

যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন জাবিদ অপুর পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সদস্য সচিব কবীর তুহিন, বিএনপি নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত চ্যানেল ২৪-এর ক্যামেরাম্যান আখতারুজ্জামান লেলিন ও নিউজ ২৪-এর ক্যামেরাম্যান সামিউল আলিম বাপ্পি, ফটো সাংবাদিক শহিদুল ইসলাম দুখু, চ্যানেল আই-এর ক্যামেরাম্যান মোস্তাফিজুর রহমান সোহান, মোস্তাফিজুর রহমান মিশু, বিটিভির ক্যামেরাম্যান শাহরিয়ার শেখ সুমন, আরটিভির রিপোর্টার তারেকুজ্জামান তারেক, এখন টেলিভিশনের ক্যামেরাম্যান রায়হানুল ইসলাম, যমুনা টেলিভিশনের ক্যামেরাম্যান রাসেলসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
 
এর আগে বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে চ্যানেল ২৪-এর ক্যামেরাপার্সন আখতারুজ্জামান লেলিন, সময় টেলিভিশনের ক্যামেরাপার্সন আবদুস সালাম, দীপ্ত টেলিভিশনের রফিকুল ইসলাম, এসএ টিভির ক্যামেরাপার্সন আবু সাঈদ, জিটিভির ক্যামেরাপার্সন রবিউল ইসলাম খোকন এবং নিউজ ২৪-এর ক্যামেরাপার্সন সামিউল আলিম বাপ্পীকে লাঞ্ছিত করেন বিএনপি নেতাকর্মীরা।


বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, মে ২৭, ২০২২
এসএস/ এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।