ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ওসমানী বিমানবন্দরে স্বর্ণের পাতসহ যাত্রী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, মে ২৭, ২০২২
ওসমানী বিমানবন্দরে স্বর্ণের পাতসহ যাত্রী আটক

সিলেট: সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেবুলাইজার মেশিনে লুকিয়ে আনা ১১ পিস স্বর্ণের পাত উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

শুক্রবার (২৭ মে) সকাল ৭টায় দুবাই থেকে আসা বিমানের ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে।

এরপর গ্রীণ চ্যানেল অতিক্রমকালে ১১টি স্বর্ণের পাতসহ যাত্রী মো. আলী আহমদকে (৩৫) আটক করা হয়। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উজান মেহেরপুর দরগারবাজার এলাকার বাসিন্দা।

ওসমানী বিমানবন্দরে কর্মরত ডেপুটি কমিশনার অব কাস্টমস মো. আল আমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, দুবাই থেকে আসা একটি ফ্লাইটের যাত্রী মো. আলী আহমদ গ্রীণ চ্যানেল অতিক্রমকালে কর্তব্যরত কাস্টমস কর্মকর্তারা অবৈধভাবে আনা স্বর্ণ আছে কিনা তাকে চ্যালেঞ্জ করলে অস্বীকার করেন। পরে তার শরীরে ও ব্যাগেজ তল্লাশি করে একটি কার্টুনে নেবুলাইজার মেশিনে লুকানো অবস্থায় ১ কেজি ১৬০ গ্রাম ওজনের ১১পিস স্বর্ণের পাত জব্দ করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা হবে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে জব্দকৃত স্বর্ণসহ মামলা দায়ের করা হবে।  

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, মে ২৭, ২০২২
এনইউ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।