ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৪৪তম বিসিএস প্রিলিতে বসেছেন সাড়ে ৩ লাখ পরীক্ষার্থী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, মে ২৭, ২০২২
৪৪তম বিসিএস প্রিলিতে বসেছেন সাড়ে ৩ লাখ পরীক্ষার্থী

ঢাকা: ৪৪তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট শুক্রবার (২৭ মে) সকাল ১০টায় শুরু হয়েছে।

সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পরীক্ষায় মোট প্রার্থী ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। মোট ১ হাজার ৭১০ জন পদে নিয়োগ দেবে সরকার।  

১০টায় প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে এবং ১২টায় পরীক্ষা শেষ হবে।

২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন রয়েছে এবং প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর ও ভুল উত্তর দিলে প্রতিটি ভুলের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে ০.৫০ নম্বর করে কাটা যাবে।

পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখা যায়, পরীক্ষার্থীরা সময়ের বেশ আগেই নিজেদের কেন্দ্রে পৌঁছেছেন।  

মহাখালী মডেল হাই স্কুলে ফরিদপুর থেকে বিসিএস পরীক্ষায় অংশ নিতে এসেছেন রাহিমা মৌ। তিনি বাংলানিউজকে বলেন, প্রস্তুতি মোটামুটি ভালো। দেখা যাক পরীক্ষা কেমন হয়। সরকারি চাকরি করার ইচ্ছা ছিল ছোট বেলা থেকেই। সেভাবেই নিজেকে প্রস্তুত করেছি ছাত্রজীবনেই।  

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মে ২৭, ২০২২
এমআইএইচ/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।