ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে প্রবীণদের মধ্যে হুইল চেয়ার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, মে ২৬, ২০২২
নীলফামারীতে প্রবীণদের মধ্যে হুইল চেয়ার বিতরণ

নীলফামারী: নীলফামারীতে প্রবীণদের মধ্যে জীবন মান উন্নয়ন কর্মসূচির আওতায় হুইল চেয়ার বিতরণ করা হয়।  

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরের দিকে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) আর্থিক সহযোগিতায় জেলা সদরের চাপড়া সরমজানী ইউনিয়নের ইটাপীর প্রবীণ সামাজিক কেন্দ্রে অসহায় তিনজন প্রবীণদের মধ্যে হুইল চেয়ার (৩টি) বিতরণ করা হয়।

ইএসডিও নীলফামারীর জোনাল ম্যানেজার মো. লোকমান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপড়া সরমজানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিও সদর উপজেলার এরিয়া ম্যানেজার শামীম হোসেন, প্রবীণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার মো. আব্দুল মোমেন, জোন আইটি আহসান হাবীব, দারোয়ানী শাখা ম্যানেজার মো. আব্বাস আলী, ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি খন্দকার ওবায়দুর রহমান, ওয়ার্ড কমিটির সভাপতি মতিয়ার রহমান, সামাজিক কেন্দ্রের জমিদাতা ফজলার রহমান প্রমুখ।

হুইল চেয়ার পেয়ে খুশি বেড়া ডাঙ্গার প্রবীণ ব্যক্তি মজিবর রহমান। তিনি বলেন, ছয়মাস ধরে বাড়ি থেকে বের হইনি। এখন হুইল চেয়ার নিয়ে বাড়ির বাইরে যেতে পারবো।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, মে ২৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।