ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

জামিন পেলেন পৌরসভার প্যানেল মেয়র রাজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, মে ২৬, ২০২২
জামিন পেলেন পৌরসভার প্যানেল মেয়র রাজা

মানিকগঞ্জ: মানিকগঞ্জে ইউপি চেয়ারম্যানকে থাপ্পর দেওয়ার ঘটনায় আদালত থেকে জামিন পেয়েছেন পৌরসভার প্যানেল মেয়র আব্দুল রাজ্জাক রাজা।  

বৃহস্পতিবার (২৬ মে) সোয়া ১১টার দিকে মানিকগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহম্মাদ আবদুন নূর তাকে জামিন দেন এ তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষে আইনজীবী অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন।



জানা যায়, বুধবার (২৫ মে) দুপুরে সদর উপজেলা মাসিক সমন্বয় সভায় ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজার মধ্যে পাল্টাপাল্টি চড়-থাপ্পর দেওয়ার ঘটনা ঘটে। এ সময় দুইপক্ষের মধ্যে চরম উত্তজনা সৃষ্টি হলে ইউএনও সদর থানায় ফোন দিয়ে ঘটনাস্থলে পুলিশ নিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আব্দুর রাজ্জাক রাজাকে ইউএনও সরকারি গাড়ি করে থানায় নিয়ে যান। এ ঘটনায় আব্দুল জলিল বাদী হয়ে বুধবার (২৫ মে) রাত সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন। ওই মামলায় পুলিশ আব্দুর রাজ্জাককে গ্রেফতার দেখান।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মে ২৬, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।