ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুনামগঞ্জে বন্যার্তদের মধ্যে খাদ্য বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, মে ২৫, ২০২২
সুনামগঞ্জে বন্যার্তদের মধ্যে খাদ্য বিতরণ

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যা দুর্গতদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র।

বুধবার (২৫ মে) বিকেলে আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে ১ হাজার ৫০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী দেওয়া হয়। এছাড়াও ইউনিয়নের মানিকপুর, ফতেহপুর, মির্জাপুর, জামলাবাজ, ডুমরিয়া, গরুয়া, নয়াগাঁও, শিবপুর, তেগরিয়া গ্রামে ত্রাণ দেয়া হয়।

নৌকায় বন্যার্থদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী দেওয়া হয়। খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, গণস্বাস্থ্য মানবসম্পদ বিভাগের পরিচালক আকলিমা খাতুন, গ্রামীণ স্বাস্থ্য কার্যক্রম পরিচালক ডা.এ কে এম হালিমুর রেজা, পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্রের স্থানীয় পরিচালক মো. আব্দুল আওয়াল, গণস্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র মাইক্রোবায়োলিস্ট, উপ-কেন্দ্রের ম্যানেজার সোহরাব আহমদ, জয়কলস ইউনিয়নের মহিলা ইউপি সদস্য তহুরা বেগম, তৈবুননেছা, আমিনা বেগম, পাগলা গণস্বাস্থ্যের কর্মী আমির হোসেন, রফিক, কাইয়ুম প্রমুখ।  

খাদ্য বিতরণ করার সময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, গণস্বাস্থ্য সৃষ্টির ৫০ বছর হতে গণমানুষের মধ্যে জনকল্যাণমূলক শিক্ষা ও স্বাস্থ্যসেবা, খাদ্য সহায়তা দিয়ে আসছে। গত ২ বছরে করোনায় ভয়াবহতার সময় প্রায় ৪০ হাজার পরিবারকে ১ মাসের খাদ্য সামগ্রী দিয়ে অসহায় দরিদ্রদের পাশে সাহায্য অব্যাহত রেখেছেন। গত ২ দিন থেকে আগামীকালসহ  ছয়দিন সব মিলিয়ে সিলেট মহানগর, সুনামগঞ্জে ২০ হাজার পরিবারের মধ্যে বনরুটি, বাটার বন ৮০ হাজার পিস শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মে ২৫, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।