ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গণ কমিশনের আয়-ব্যয় অনুসন্ধান করতে হবে : জাপা মহাসচিব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, মে ২৫, ২০২২
গণ কমিশনের আয়-ব্যয় অনুসন্ধান করতে হবে : জাপা মহাসচিব

ঢাকা: ১১৬ জন আলেমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করা গণ কমিশনের আয়-ব্যয় অনুসন্ধান করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

গণ কমিশনের কোনো আইনি ভিত্তি নেই উল্লেখ করে কে বা কারা এবং কেন এ কমিশন সৃষ্টি করেছেন সেটিও খতিয়ে দেখার অনুরোধ করেন তিনি।

বুধবার (২৫ মে) দুপুরে বনানী কার্যালয় মিলনায়তনে পার্টির সম্পাদকমণ্ডলীর এক সাংগঠনিক সভায় এ অনুরোধ করেন চুন্নু। সভায় তিনি সভাপতির দায়িত্ব পালন করেন।

জাপা মহাসচিব বলেন, গণ কমিশনের সঙ্গে জড়িতদের আয়-ব্যয় ও লেনদেন অনুসন্ধান করতে দুদকের প্রতি আহ্বান থাকলো। এ কমিশনের তথ্য অনুসারে বুজুর্গদের হয়রানি করা ভালো হবে না। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে, এমন বাস্তবতায় মানুষের দৃষ্টি অন্য দিকে ফেরাতেই গণ-কমিশন কাজ করছে।

সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে রাজনীতির মাঠে এগিয়ে যাচ্ছে। কারো জোটে নেই, কারো জোটে যেতে অঙ্গীকারও করেনি। আগামী নির্বাচনে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দল সিদ্ধান্ত নেবে। জাতীয় পার্টি মানুষের অধিকারের স্বার্থে কখনোই আপোষ করবে না। তাই তিনশো আসনেই প্রার্থী দিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, সংসদ সদস্য ফখরুল ইমাম, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহজাদা, আমির হোসেন ভূঁইয়া, মো. বেলাল হোসেন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, মো. শাহজাহান মনসুর, আনোয়ার হোসেন তোতা, মাহফিজুর রহমান বাবুল, এনাম জয়নাল আবেদীন, সৈয়দ ইফতেকার আহসান হাসান, ওলিউল্লাহ চৌধুরী মাসুদ, মাখন সরকার, সম্পাদকমণ্ডলীর সদস্য শংকর পাল, জহিরুল ইসলাম মিন্টু, গোলাম মোস্তফা, মিজানুর রহমান মিরু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন খান মিলন, মো. বাহাদুর ইসলাম ইমতিয়াজ, আব্দুস সাত্তার গালিব, তিতাস মোস্তফা, আক্তার হোসেন দেওয়ান, এমএ সুবহান, অ্যাডভোকেট সেরনিয়াবাদ সেকেন্দার আলী, আজাহারুল ইসলাম সরকার, আলাউদ্দিন মৃধা, মামুনুর রহিম সুমন, এসএম পারভেজ, যুগ্ম সম্পাদক শেখ মাশুকুর রহমান, আখতারুজ্জামান খান, শহীদ হোসেন সেন্টু, হাফেজ ক্বারাী ইসারুহুল্লাহ আসিফ, শাহনাজ পারভীন,

অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য দেন আহাদ ইউ চৌধুরী শাহীন, মোক্তার হোসেন, মেহেদী হাসান শিপন, মোড়ল জিয়াউর রহমান, মো. জাহাঙ্গীর হোসেন, আল মামুন, আনোয়ার হোসেন আনু, ড. নুরুল আজহার শামীম।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মে ২৫, ২০২২
এসএমএকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।