ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, মে ২৫, ২০২২
ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদা বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ মে) দুপুরে উপজেলার মধ্য ইন্দুরকানী গ্রামের হাওলাদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদা উপজেলার মধ্য ইন্দুরকানী গ্রামের মসজিদের ইমাম মো. আল-আমিন হাওলাদারের স্ত্রী।

নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন দুপুরে গোসল করে ঘরের ভিতরে ঢুকে মটারের পানির লাইনের সুইচ বন্ধ করতে যান তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে পাশের বাসার এক নারী নাহিদাকে খুঁজতে এসে দেখেন তার হাতের আঙ্গুল ও কব্জি পোড়া অবস্থায় মোটরের পাশে পড়ে আছেন। এরপর স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিস ও থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদা নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মে ২৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।