ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নকল নেপ্রোক্সেন প্লাস ট্যাবলেটসহ দোকানি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, মে ২৫, ২০২২
নকল নেপ্রোক্সেন প্লাস ট্যাবলেটসহ দোকানি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর বংশাল থানাধীন মিটফোর্ড এলাকা থেকে ২৩ হাজার ৮৫০ পিস নকল নেপ্রোক্সেন প্লাস ট্যাবলেটসহ এক দোকানিকে গ্রেপ্তার করেছে ডিএমপি'র গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ।

গ্রেপ্তার দোকানির নাম নাজিমুল ইসলাম।

তিনি ইসলাম ড্রাগস প্রতিষ্ঠানের মালিক। এর আগে সোমবার (২৩ মে) রাতে মিটফোর্ড এলাকার দোকান থেকে গ্রেফতার হন তিনি।

ডিবি লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সাইফুল আলম মুজাহিদ বলেন, মিটফোর্ডের ভাণ্ডরি মেডিসিন মার্কেটের ইসলাম ড্রাগসের গোডাউনে নকল ওষুধ মজুদ আছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ইসলাম ড্রাগসের মালিক নাজিমুলকে গ্রেপ্তার করা হয়।

পরে গোডাউন তল্লাশি করে ২৩ হাজার ৮৫০ পিস নকল নেপ্রোক্সেন প্লাস ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার নাজিমুলকে বংশাল থানায় দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, মে ২৫, ২০২২

পিএম/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।