ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাহরাস্তিতে ডাকাত সন্দেহে আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, মে ২৪, ২০২২
শাহরাস্তিতে ডাকাত সন্দেহে আটক ৫

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা ইউনিয়নে ডাকাত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আটক পাঁচজনকে মঙ্গলবার (২৪ মে) দুপুরে চাঁদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শাহরাস্তি মডেল থানা জানায়, সোমবার দিনগত রাত আড়াইটায় টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর বাসস্ট্যান্ড এলাকায় টহলরত পুলিশ একটি মিনি ট্রাক থামায়। ওই সময় ট্রাকে থাকা চালকসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। একপর্যায়ে ট্রাকের তল্লাশি চালিয়ে ডাকাতির সরঞ্জাম পাওয়ায় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-বরিশালের মুলাদী উপজেলার চর ভাটামারা গ্রামের আব্দুর রব হাওলারের ছেলে মেহেদী হাসান হৃদয় (২৩), শাহরাস্তি উপজেলার রায়শ্রী মুন্সী বাড়ির জয়নাল আবেদীনের ছেলে মো. সোহাগ (২২), কুমিল্লার বুড়িচং উপজেলার পালটি গ্রামের তোতা মিয়ার ছেলে মো. হাবিবুর রহমান ওরফে রনক ওরফে রনি (২৬), চৌদ্দগ্রাম উপজেলার ধনু সাড়া গ্রামের মমিন হোসেনের ছেলে মো. ইমাম হোসেন শাওন (২৮) ও লালমাই উপজেলার বলি পদুয়া গ্রামের কাজী শহিদুল ইসলামের ছেলে কাজী হোসেন (৩০)।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান জানান, ট্রাকে তল্লাশি করে হাতুড়ি, তালা কাটার যন্ত্র ও দড়িসহ অন্যান্য সরঞ্জাম পাওয়া গেছে। আটক ব্যক্তিদের নামে ডাকাতির প্রস্তুতি মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ২৪, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।