ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৭, মে ২৪, ২০২২
ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু 

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উসমান খাঁ অনু (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) সকালে এ মৃত্যুর ঘটনা ঘটে।

অনু উপজেলার কোকাইল গ্রামের করিম খাঁর ছেলে। সে স্থানীয় বউলা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

বিকেল ৪টায় বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, সকালে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় অনু। এ সময় পুকুর পাড়ে পড়ে থাকা সেচ পাম্পের বৈদ‍্যুতিক তারে সে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব‍্যরত চিকিৎসক অনুকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মে ২৪, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।