ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে স্কয়ার ফার্মার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, মে ২৩, ২০২২
গাজীপুরে স্কয়ার ফার্মার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানায় সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগে। এসময় কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে জয়দেবপুর, মির্জাপুর, ইপিজেড ও কালিয়াকৈরসহ আশপাশ ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল হামিদ মিয়া জানান, কারখানার লিকুয়িড স্যালাইন তৈরির ফ্লোরে আগুন লাগে। ফ্লোরটি অনেক বড় এবং কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লাগে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের কর্মীরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও জানান, তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ওই ফ্লোরে ওয়েলডিংয়ের কাজ হচ্ছিল বলে জানতে পেরেছি, সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমাণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২৩৪৫, মে ২৩, ২০২২।
আরএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।