ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রতারণা করতে গিয়ে ধরা রেলপথ মন্ত্রণালয়ের ভুয়া উপ-সচিব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, মে ২৩, ২০২২
প্রতারণা করতে গিয়ে ধরা রেলপথ মন্ত্রণালয়ের ভুয়া উপ-সচিব

রাজশাহী: রফিকুল ইসলাম রাশিকুল (২৯)। নিজেকে পরিচয় দিতেন রেলপথ মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে।

আদতে, তার এ পরিচয় ভুয়া। তিনি রেলপথ মন্ত্রণালয়ের কর্মী নন।

রাজশাহী পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে। রোববার (২২ মে) রাতে আটকের পর তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা হয়। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার (২৩ মে) বিকেলে রফিকুলকে আদালতে তোলা হয়। তাকে কারাগারে পাঠিয়েছেন আদালতের বিচারক।

জানা গেছে, উপ-সচিব পরিচয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা করতে গিয়ে গোয়েন্দা শাখার হাতে ধরা পড়েন রফিকুল। তিনি নাটোরের নলডাঙ্গা থানার বাঁশিলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আমির হোসেন।

রোববার রাতে রাজশাহী মহানগরীর রেল-গেট এলাকার লক্ষ্মীপুর সিঅ্যান্ডবি মোড়ের এলজি শো-রুম থেকে প্রথমে আটক হন তিনি।

সোমবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম।

তিনি বলেন, রোববার দুপুরে এলজির শো-রুমে টিভি কিনতে যান রফিকুল। সেখানে বাটার-ফ্লাই-এলজির সিনিয়র টেরিটরি অফিসার হাসানের সঙ্গে তার পরিচয় হয়। এ সময় নিজেকে রেলপথ মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে পরিচয় দেন রফিকুল।

কথোপকথনের এক পর্যায়ে তিনি হাসানকে রেলওয়েতে চাকরির প্রলোভন দেখান। তার কথামতো চাকরির আবেদনপত্র পূরণ করে রেল-ভবন কার্যালয়ে জমাও দেন হাসান।

এরপর বিকেলে ওই শো-রুমে হাসানের সঙ্গে ফের দেখা করতে যান রফিকুল। হাসানের কাছে ব্যাংক ড্রাফট বাবদ ১২০০ টাকা নেন তিনি। এরপর চাকরি পাইয়ে দিতে ৫০ হাজার টাকা উৎকোচ চান।

এতে হাসানের সন্দেহ হলে তিনি ডিবি পুলিশে কল করেন। পরে রাতেই এলজির শো-রুম থেকে রফিকুলকে আটক করে ডিবি পুলিশ।

বাংলাদেশ সময় : ২১৪০ ঘণ্টা, মে ২৩, ২০২২
এসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad