ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উল্লাপাড়ায় সিলিং ফ্যানে ঝুলছিল গৃহবধূর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, মে ২৩, ২০২২
উল্লাপাড়ায় সিলিং ফ্যানে ঝুলছিল গৃহবধূর মরদেহ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাহফুজা খাতুন (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ মে) দুপুরের দিকে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাহফুজা খাতুন দহকুলা গ্রামের ফজর আলীর স্ত্রী এবং একই ইউনিয়নের সাতবিলা গ্রামের সুলতান মণ্ডলের মেয়ে। চার সন্তানের জননী ছিলেন তিনি।

নিহতের বড় ভাই জহুরুল ইসলাম অভিযোগ করে বলেন, রোববার (২২ মে) রাত ২টার দিকে স্বামী ফজর আলী ফোন করে বলেন, মাহফুজা সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু কিছুদিন আগে মাহফুজার সঙ্গে তাঁর শাশুড়ি ও বড় ভাইয়ের স্ত্রীর কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে তার বোনকে হত্যা করা হয়েছে দাবী করেন ভাই জহুরুল।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আর এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, মে ২৩, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।