ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাঠদান বন্ধ রেখে স্কুলের মাঠে আ.লীগের সম্মেলন!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, মে ২৩, ২০২২
পাঠদান বন্ধ রেখে স্কুলের মাঠে আ.লীগের সম্মেলন!

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে পাঠদান বন্ধ রেখে একটি স্কুলের মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সোমবার (২৩ মে) সদ্য সরকারি হওয়া বেলকুচি এস.কে পাইলট উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের কারণে স্কুলের পাঠদান সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়। এতে প্রায় ১৩০০ শিক্ষার্থী ক্লাস বঞ্চিত হয়। এ ছাড়া স্কুলে পরীক্ষা হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় স্কুলের ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের মনে চাপা ক্ষোভ বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বেলকুচি এস.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, তারা সকালে ক্লাসে গেলে পাঠদান না করিয়ে শুধু হাজিরা নিয়ে ছুটি দেওয়া হয়। কিছু শ্রেণির পরীক্ষা ছিল। সেটি পিছিয়ে আগামী ৩০ মে নেওয়া হবে বলে জানানো হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক শহিদুল রেজা এ কথা জানান।

পরে বিষয়টি নিয়ে কথা হলে শহিদুল রেজা বলেন, একজন সংসদ সদস্য যদি প্রতিষ্ঠানের মাঠ ব্যবহার করে কোনো অনুষ্ঠান করতে চান; সেক্ষেত্রে আমাদের সেটা দিতেই হয়। সকালে স্কুলে একটি ক্লাস ও হাজিরা নিয়ে ছুটি দেওয়া হয়েছে।

পরীক্ষার বিষয়ে তিনি বলেন, পাবলিক কোনো পরীক্ষা ছিল না। এটি ছিল মাসিক পরীক্ষা। যা অন্য সময়ে নেওয়া যাবে।

এস.কে পাইলট উচ্চ বিদ্যালয়ে কোনো অনুষ্ঠান ছিল কিনা, তা জানেন না উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজা। তিনি বলেন, বিষয়টি ম্যানেজিং কমিটির দেখার কথা।

স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান জানান, স্কুলের মাঠ বরাদ্দের বিষয় তাকে প্রধান শিক্ষক লিখিতভাবে কিছু জানাননি।

সিরাজগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা একেএম শফিউল্লাহ বলেন, স্কুল বন্ধ রেখে কোনো রাজনৈতিক দলের সম্মেলন করার অনুমোদন দেওয়ার কোনো বিধান নেই। এ বিষয়ে আমাকে অবগত করা হয়নি। প্রধান শিক্ষক চাইলে বছরে চারদিন স্কুল বন্ধ রাখতে পারেন। যদি সম্মেলনটি এ বন্ধের মধ্যে পড়ে তাহলে সেঠি ঠিক আছে। তা না হলে বিষয়টি নিয়ে ওই প্রধান শিক্ষককে জিজ্ঞেস করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ২৩ মে, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।