ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাঘারপাড়ায় পরিত্যক্ত অবস্থায় ৬ হাত বোমা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, মে ২৩, ২০২২
বাঘারপাড়ায় পরিত্যক্ত অবস্থায় ৬ হাত বোমা উদ্ধার

যশোর: যশোরের বাঘারপাড়া উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ছয়টি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (২৩ মে) দুপুরে উপজেলার দর্গাহপুর ছব্বারের মোড়স্থ পাঞ্জেগানা মসজিদের পেছন থেকে হাত বোমাগুলো উদ্ধার করা হয়।

প্রতক্ষ্যদর্শী ও মসজিদ পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত বৃদ্ধ সবদুল শেখ জানান, মসজিদের পেছনে বাগান পরিষ্কার করতে গিয়ে হাত বোমা সদৃশ্য বস্তু দেখে স্থানীয়দের মাধ্যমে রায়পুর ফাঁড়ি পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে রায়পুর ফাঁড়ি ও থানা পুলিশ গিয়ে হাত বোমাগুলো উদ্ধার করে।  

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন জানান, পরিত্যক্ত অবস্থায় লাল ও কালো টেপ মোড়ানো ছয়টি হাত বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে উদ্ধারকৃত হাত বোমার উৎস খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। পানিতে রেখে প্রাথমিকভাবে হাত বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মে ২৩, ২০২২
ইউজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।