ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘শব্দ দূষণ একটি সরব ঘাতক’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, মে ২৩, ২০২২
‘শব্দ দূষণ একটি সরব ঘাতক’

ফেনী: বাংলাদেশের ৬৪ জেলা শহরে শব্দের তাপমাত্রা পরিমাপ জরিপের টিম লিডার ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেছেন, ‘শব্দ দূষণ একটি সরব ঘাতক। বলা হয়, এটি নীরব ঘাতক প্রকৃতপক্ষে এটি প্রকাশ্যেই মানুষকে ক্ষতি করছে।

মানুষের শারীরিক নানা সমস্যার কারণ এ শব্দ দূষণ। এ দূষণের কারণে পরিবেশ বিপর্যয় ঘটে।

সোমবার (২৩ মে) ফেনী সার্কিট হাউজ মিলনায়তনে পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের বাস্তবায়নে ইকিউএমএস কনসাল্টিং লিমিটেড এবং বায়ুমণ্ডলীয় অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) সহযোগিতায় আয়োজিত কর্মশলায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর ফেনী কার্যালয়ের উপ-পরিচালক মো. সাইদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ফেনী জেলা প্রশাসক বলেন, একটু সচেতনতাই পারে শব্দদূষণ কমাতে। সরকারের এ ধরনের কর্মসূচি জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে সহায়ক হবে।

এ সময় বক্তব্য রাখেন ফেনী মহিপাল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবুল বশর ভূঞাঁ, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই অ্যাডমিন) আনওয়ারুল আজিম, জ্যেষ্ঠ সাংবাদিক আবু তাহের, বখতেয়ার ইসলাম মুন্না, সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি গোলাম নবী, পরিবহন নেতা আজম চৌধুরী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী নাজমুল হক শামীম, পরিবেশ সাংবাদিক কেফায়েত শাকিল, স্বেচ্ছাসেবী সংগঠক মঞ্জিলা মিমি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মে ২৩, ২০২২
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।