ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

মাছের ঘেরে গাঁজা চাষ করেছিলেন তারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, মে ২৩, ২০২২
মাছের ঘেরে গাঁজা চাষ করেছিলেন তারা

নড়াইল: নড়াইলের কালিয়ায় চাচুড়ী বিলের একটি মাছের ঘেরের পাড়ে গাঁজা চাষের অপরাধে দুই শ্রমিককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ মে) দুপুরে কালিয়া থানা পুলিশ গাঁজা গাছসহ তাদের আটক করে।

আটকরা হলেন- যশোর সদর উপজেলার রামকৃষ্ণ আশ্রম রোডের সৌরভ হোসেনের ছেলে ইয়াসিন হোসেন (২৭) ও যশোরের চৌগাছা উপজেলার ধুলিয়ানা গ্রামের শরীফুল ইসলামের ছেলে শাকিল হোসেন (১৯)।

পুলিশ জানায়, উপজেলার চাচুড়ী বিলের পার্শ্ববর্তী আটলিয়া গ্রামের মাহিম শেখ ও আলম শেখের মাছের ঘেরে ইয়াসিন ও শাকিল কর্মচারী হিসেবে কাজ করতেন। সে সুযোগে তারা সেখানে গাঁজার চাষ করে আসছিলেন। এমন খবর পেয়ে কালিয়া থানার এস আই মো. মারুফ হাসানের নেতৃত্বে একদল পুলিশ সোমবার দুপুর ১ টার দিকে সেখানে অভিযান চালায় এবং গাঁজা গাছসহ তাদের আটক করে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বাংলানিউজকে বলেন, মাছের ঘেরে গাঁজা চাষের অপরাধে আটক দু’জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মে ২৩, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।