ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইঞ্জিন বিকল হয়ে রেলক্রসিংয়ে আটকে গেল ট্রেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, মে ২৩, ২০২২
ইঞ্জিন বিকল হয়ে রেলক্রসিংয়ে আটকে গেল ট্রেন

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে ইঞ্জিন বিকল হয়ে রেলক্রসিংয়ে ট্রেন আটকে যাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রেলগেট মোড় (জায়েদার মোড়) এলাকায় এ ঘটনা ঘটে।

এতে রাস্তার দুই পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

পরে বিকল ইঞ্জিনটি সরিয়ে পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিন সংযোজন করে আটকে থাকা ট্রেনটি সরানো হয়। কার্যক্রম শেষে প্রায় তিন ঘণ্টা পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে স্টেশন মাস্টার শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, রোববার (২২ মে) ভারত থেকে আসা ৪২টি তেলের ওয়াগান নিয়ে ট্রেনটি পার্বতীপুরে যায়। সেখানে তেল খালাস করা শেষে পার্বতীপুর থেকে ফেরার পথে রেলগেট এলাকায় আসলে ইঞ্জিন বিকল হয়ে ট্রেনটি রেলক্রসিংয়ে আটকা পড়ে।

পরে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিন সংযোজন করা হয়। উদ্ধার কার্যক্রম শেষে প্রায় তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মে ২৩, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad