ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

মৌলভীবাজারে মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষক নিহত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৯, মে ২২, ২০২২
মৌলভীবাজারে মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষক নিহত

মৌলভীবাজার: মৌলভীবাজারে বাসের ধাক্কায় এক শিক্ষক নিহত হয়েছেন।  সোমবার (২২ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার মনুমুখ ইউনিয়ন পরিষদের সামনে দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মৌলভীবাজার থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস মনুমুখ ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী নামাচ্ছিল৷ তাৎক্ষণিক একই পথগামী একটি মাইক্রোবাস দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ঐ বাসের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসে থাকা অবসরপ্রাপ্ত  স্কুল শিক্ষক অরুণ লাল গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে যান।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্ম কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩১৯ ঘণ্টা, মে ২২, ২০২২
বিবিবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।