ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩১ ঘণ্টা, মে ২২, ২০২২
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

যশোর: যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (২১ মে) সন্ধ্যায় সদর উপজেলার বাউলিয়ায় ও বিকেলে যশোর বিমানবন্দর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর-নড়াইল সড়কের বাউলিয়া বাজারের অদূরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলে আল আমিন (১৮) নামের এক যুবক নিহত হন।

নিহত আল আমিন যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট গ্রামের আবু বকরের ছেলে। দুর্ঘটনায় আহত শুকুর (২৪) ও পিকুলের (৪৫) বাড়ি ছাতিয়ানতলা ও দরাজহাট গ্রামের।

এর আগে, বিকেলে বিমানবন্দর সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাহমুদুল হাসান ইমন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত হওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মাথায় গুরুতর আঘাত লাগার কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

নিহত মাহমুদুল হাসান ইমন সদর উপজেলার ভেকুটিয়া পশ্চিম পাড়ার আজিমুদ্দিনের ছেলে।

বাংলাদেশ সময়: ০২২৯ ঘণ্টা, মে ২২, ২০২২
ইউজি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।