ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চকরিয়ায় ঝড়ে গাছচাপায় দিনমজুরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, মে ২১, ২০২২
চকরিয়ায় ঝড়ে গাছচাপায় দিনমজুরের মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারে আকস্মিক কালবৈশাখী ঝড়ে গাছচাপা পড়ে আব্দুর শুক্কুর (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ মে) সকাল ১০টার দিকে চকরিয়ার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে দিনমজুর আব্দুর শুক্কুরের উপর একটি গাছ পড়ে। এতে তার মৃত্যু হয়।

শনিবার সকালে জেলার চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া, উখিয়া-টেকনাফ ও সদরের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে কিছু বাড়িঘর ও গাছপালার ক্ষতি হয়।

অন্যদিকে একই সময়ে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে কালবৈশাখীর তীব্র বাতাসে কিটকট ছাতা উড়ে পড়লে মোস্তাফিজুর রহমান (৩২) নামে এক পর্যটক গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকায় নেওয়া হয়। আহত পর্যটক ঢাকার টঙ্গী কলেজ গেইট এলাকার বাসিন্দা।

কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল জানান, আকস্মিক কালবৈশাখী ঝড়ে জেলার কিছু বাড়িঘর, গাছপালা ভেঙে পড়েছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপণে কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, মে ২১, ২০২২
এসবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।