ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জামালপুরে ট্রেনের কাটা পড়ে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, মে ২১, ২০২২
জামালপুরে ট্রেনের কাটা পড়ে ২ জনের মৃত্যু ফাইল ছবি

জামালপুর: জামালপুরের মেলান্দহে ও ইসলামপুরে ট্রেনের কাটা পড়ে দু’জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ মে) দুপুরের দিকে পৃথক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

 

পৃথক এ দুর্ঘটনার মধ্যে ইসলামপুরে নিহত হয়েছেন সামছুল হক নামে একজন। তিনি ইসলামপুর পৌর শহরের কিসামতজাল্লা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। সামছুল ইসলামপুর বাজারে কলা ব্যবসা করতেন বলে জানা গেছে। তবে মেলান্দহে নিহত যুবকের নাম জানা যায়নি।  

জানা গেছে, দুপুরের দিকে ইসলামপুর পৌর এলাকার ধর্মকুড়া ঋষিপাড়া রেলওয়ে ক্রসিংয়ে হেঁটে পার হচ্ছিলেন সামছুল। এ সময় জেলার দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের শেখ বাংলানিউজকে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সামছুলের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে স্বজনরা।

অন্যদিকে এদিন মেলান্দহ রেলস্টেশনের হোম সিগনাল ও আউট সিগনালের মাঝে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্য হয়।  

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলজার হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মে ২১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad