ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর উল্টে নিহত ১, আহত ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, মে ২১, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর উল্টে নিহত ১, আহত ১২ ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টর উল্টে শাহাজান আলী (৫০) নামে ধান কাটা এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন শ্রমিক।

শনিবার (২১ মে) দুপুরের দিকে জেলা সদর উপজেলার আতাহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী ওই উপজেলার রাণীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাট এলাকার সাহেদের (দফাদার) ছেলে। এছাড়া আহতরা সবাই রামচন্দ্রপুর হাট এলাকার বাসিন্দা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, রাজশাহীর তানোরে ধান কাটা কাজ শেষে সেখান থেকে ট্রাক্টরে চেপে বাড়ি ফিরছিলেন ১৬ জন শ্রমিক। পথে আতাহার এলাকায় পৌঁছালে একটি চাল কলে সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। এতে ওই ট্রাক্টরের যাত্রী শাহাজান আলীসহ অন্যরা আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গুরুতর আহত শাহজাহানকে মৃত ঘোষণা করেন। আহত ১২ জনের মধ্যে ৯ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া গুরুতর আহত তিনজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন।
এর আগে গত সপ্তাহে একই সড়কে ট্রাক্টর উল্টে তিনজন ধান কাটা শ্রমিক নিহত হন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মে ২১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ