ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

রাজধানীর কামরাঙ্গীরচরে মাদকসহ গ্রেফতার ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, মে ১৯, ২০২২
রাজধানীর কামরাঙ্গীরচরে মাদকসহ গ্রেফতার ৩

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। তারা হলেন মো. সুজন, মো. রাজু ও মো. রিপন হোসেন।

বৃহস্পতিবার (১৯ মে) এই তথ্য নিশ্চিত করেন কামরাঙ্গীরচর থানা পুলিশ।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, কতিপয় ব্যক্তি কামরাঙ্গীরচর থানার ব্যাটারীঘাট এলাকার আল মক্কা মসজিদের সামনে মাদক বিক্রির জন্য অবস্থান করছে এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে সুজন ও রাজুকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, অপর এক অভিযানে কামরাঙ্গীরচর কোম্পানীঘাট এলাকা থেকে রিপনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মে ১৯, ২০২২
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।