ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিয়োগ পরীক্ষায় পাসের নিশ্চয়তা দেওয়া সিন্ডিকেটের ৪ জন গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, মে ১৯, ২০২২
নিয়োগ পরীক্ষায় পাসের নিশ্চয়তা দেওয়া সিন্ডিকেটের ৪ জন গ্রেফতার 

ঢাকা: হিডেন স্পাই ওয়্যারলেস কিট ব্যবহার করে সরকারি-বেসরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় পাসের নিশ্চয়তা দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া সিন্ডিকেটের মূলহোতা ইকবাল ও তার অন্যতম তিন সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১৮ মে) রাজধানী ও আশেপাশের এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় বেশ কিছু ডিভাইস ও আলামত জব্দ করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকারি-বেসরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণের নিশ্চয়তা দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া সিন্ডিকেটের মূলহোতা ইকবাল ও তার অন্যতম তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (১৯ মে) সকালে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ০২১৪ ঘণ্টা, মে ১৯, ২০২২
এমএমআই/এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।