ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

ক্লিনিকে অবহেলায় শিশুর মৃত্যু, চিকিৎসকসহ গ্রেফতার ৪ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৬, মে ১৯, ২০২২
ক্লিনিকে অবহেলায় শিশুর মৃত্যু, চিকিৎসকসহ গ্রেফতার ৪ 

ঢাকা: ছয় বছর বয়সী শিশু আতিকার অস্ত্রোপচারের সময় চিকিৎসক ও নার্সদের অবহেলাজনিত কারণে শিশুর মৃত্যুর অভিযোগে করা মামলায় চিকিৎসকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।  

মক্কা-মদিনা নামের ওই হাসপাতালের মালিক নূর নবী পলাতক।


 
বুধবার (১৮ মে) রাতে এসব তথ্য নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) মুজিব পাটোয়ারী।

গ্রেফতারকৃতরা হলেন- ডা. দেওয়ান মো. আনিসুর রহমান, ডা. এ কে এম নিজামুল ইসলাম, মেডিক্যাল অফিসার ডা. মারুফ ও নার্স মুক্তা।  

তিনি আরও জানান, পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে শিশুটির অস্ত্রোপচার করার পরে সব চিকিৎসক যার যার স্থানে চলে যান। এরপর শিশু আতিকার আর জ্ঞান ফেরেনি, ওই অবস্থায় সে মারা যায়। অবহেলার কারণে শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, পঙ্গু হাসপাতাল থেকে যেই দালালচক্র শিশুটিকে ওই ক্লিনিকে নিয়ে যায়। তাদের ধরতে পুলিশ অভিযান  চালাচ্ছে। এছাড়া ওই ক্লিনিকে অন্যান্য রোগী ভর্তি থাকায় কেউ যেন ক্লিনিকে হামলা করতে না পারেন, সেজন্য পুলিশ পাহারায় আছে।

আরও পড়ুন: সরকারি হাসপাতালে দালালদের খপ্পরে পড়ে ক্লিনিকে, শিশুর মৃত্যু

বাংলাদেশ সময়: ০২০৩ ঘণ্টা, মে ১৯, ২০২২
এজেডএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ