ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শিশুদের বিনোদনের ব্যবস্থা করতে হবে: আসাদুজ্জামান নূর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, মে ১৮, ২০২২
শিশুদের বিনোদনের ব্যবস্থা করতে হবে: আসাদুজ্জামান নূর

নীলফামারী: নীলফামারী-২ আসনের সংসদ সদস্য ও দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর বলেছেন, ‘শিশুদের বিকাশ ঘটাতে বিনোদনের বিকল্প নেই। শুধু পড়াশোনা নয়, তাদের সুস্থ বিনোদনেরও ব্যবস্থা করতে হবে।

নীলফামারীতে এই ক্ষেত্রে আমরা পিছিয়ে রয়েছি। তবে উপজেলা পরিষদ এবং জেলা ক্রীড়া সংস্থা যে উদ্যোগ নিয়েছে এর ফলে শিশুরা উপকৃত হবে। ’

বুধবার (১৮ মে) বিকেলে নীলফামারী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেখ রাসেল শিশু মেলা উদ্বোধনী প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।  

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী।  

এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার।

প্রধান অতিথি আরও বলেন, আসক্তি রোধে অভিভাবকদের সচেতন হতে হবে। শুধু মাদক নয়, মাদকের চেয়ে মোবাইল এবং টেলিভিশন দেখা কোন ছোট আসক্তি নয়। এর ফলে আমরা শারীরিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হই তেমনি মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছি। পরে শেখ রাসেল শিশু মেলা পরিদর্শন করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী নূর উদ্দিন আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তালুকদার, ইটাখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মে ১৮, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।