ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

উন্নয়ন প্রকল্পের নামে কোটি টাকা লুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৮, মে ১৮, ২০২২
উন্নয়ন প্রকল্পের নামে কোটি টাকা লুট

ঢাকা: সরকারি বিভিন্ন উন্নয়ন ও নির্মাণ প্রকল্পের কাজের প্রলোভন দেখিয়ে ঠিকাদারদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের প্রধান মনসুর আহমেদকে সহযোগীসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৭ মে) রাতে রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম ভাঙিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎকারী একটি চক্রের মূলহোতাকে সহযোগীসহ আটক করেছে র‌্যাব।

তারা বঙ্গবন্ধু পরিবারের সদস্যসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম ব্যবহার করে সরকারি বিভিন্ন উন্নয়ন ও নির্মাণ প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার লোভ দেখাতেন। এই প্রতারণার মাধ্যমে ঠিকাদারদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

বুধবার (১৮ মে) সকালে রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, মে ১৮, ২০২২
পিএম/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ