ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এনায়েতপুরে মেয়াদোত্তীর্ণ আটা-চিড়া বিক্রি করায় জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, মে ১৭, ২০২২
এনায়েতপুরে মেয়াদোত্তীর্ণ আটা-চিড়া বিক্রি করায় জরিমানা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুরে মেয়াদোত্তীর্ণ আটা-চিড়া বিক্রি, সয়াবিন তেল মজুদ ও অস্বাস্থ্যকর পরিবেশে তেলের ড্রাম রাখার দায়ে তিন ব্যবসায়ীকে ৪৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

মঙ্গলবার (১৭ মে) দুপুরে এনায়েতপুর থানার হাট ও এনায়েতপুর মেডিক্যাল গেটের আশপাশের দোকানপাটে এ অভিযান চালানো হয়।

 

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, এনায়েতপুরে হাটের অর্জুন কুমার মোদকের দোকানে অপরিষ্কার পরিবেশ থাকায় তেলের ড্রামে ময়লা, মাছি পড়ছিল। সেই সঙ্গে মেয়াদোত্তীর্ণ আটা, চিড়া বিক্রি করে আসছিলেন তিনি। এছাড়া মোড়কজাত আইন না মেনে পণ্য বিক্রি করা হচ্ছিল। এজন্য অর্জুনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এনায়েতপুর বাজারে মির্জা স্টোরে ২০ লিটার সয়াবিন তেল মজুদ রাখায় সাত হাজার টাকা এবং ভাই ভাই স্টোরে ৩০ লিটার সয়াবিন তেল মজুদ রাখা এবং আমদানি বিহীন কসমেটিকস বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মে ১৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।