ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুক্তাগাছায় ৫৮০৪ লিটার তেল মজুদ, জরিমানা ৫০ হাজার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, মে ১৭, ২০২২
মুক্তাগাছায় ৫৮০৪ লিটার তেল মজুদ, জরিমানা ৫০ হাজার

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় পাঁচ হাজার ৮০৪ লিটার সয়াবিন তেল মজুদ করার অপরাধে মেসার্স খান ওয়েল মিলস নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ মে) বিকেল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের।

খবরের সত্যতা নিশ্চিত করে নিশাত মেহের জানান, বর্তমানে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে মজুদ করে বাজারে সয়াবিল তেলের সংকট সৃষ্টি করেছেন। এ সুযোগে মেসার্স খান ওয়েল মিলসও আগের দামে কেনা তেল মজুদ করে অতিরিক্ত মূল্যে বিক্রি করছিল। এ অভিযোগের সত্যতা পাওয়ায় ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

এছাড়া মূল্য তালিকা না থাকায় উপজেলার কালীবাড়ী বাজারের দু’টি মুদি দোকান এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনের দায়ে দু’টি হোটেলকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মে ১৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।