ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ক্যারাম খেলার সময় গাছের ডাল ভেঙে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, মে ১৭, ২০২২
ক্যারাম খেলার সময় গাছের ডাল ভেঙে স্কুলছাত্রের মৃত্যু

নাটোর: নাটোরের নলডাঙ্গায় ক্যারাম খেলার সময় গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মো. স্বাধীন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মহিষডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বাধীন উপজলার মহিষডাঙ্গা উজানপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে এবং স্থানীয় মহিষডাঙ্গা-গৌরিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার বিকেলে মহিষডাঙ্গা বাজারের বান্যিতলায় একটি বট গাছের নিচে বন্ধুদের সঙ্গে ক্যারাম খেলছিল স্বাধীন। এসময় হঠাৎ গাছের একটি ডাল তার মাথায় ভেঙে পড়ে। এতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাছের ওই ডালটি সম্প্রতি ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ঝুকিপুর্ণ ছিল। মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মে ১৭, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।