ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

নেত্রকোনায় কালবৈশাখী ঝড়ে বাড়িঘর-গাছপালার ব্যাপক ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, মে ১৭, ২০২২
নেত্রকোনায় কালবৈশাখী ঝড়ে বাড়িঘর-গাছপালার ব্যাপক ক্ষতি

নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় কালবৈশাখী ঝড়ে কাঁচা বাড়িঘর ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ঝড়ের কবলে পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন।

মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ৬টার দিকে রাজেন্দ্রপুর পশ্চিমপাড়া গ্রামের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এতে অন্তত ১২টি কাঁচা ঘর ও অর্ধশত গাছ ভেঙে গেছে।

কয়েক মিনিটের ঝড়ে উড়ে গেছে অন্তত ১২টি ঘরের টিন, ভেঙে গেছে অর্ধশত গাছ। ঝড়ের তাণ্ডবে অনেক আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন প্রজাতির গাছপালা ভেঙে মাটিতে মিশে গেছে। ঘর ভেঙে আহত হয়েছেন বেশ কয়েকজন।

নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা আক্তার মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মে ১৭, ২০২২
এফআর/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।