ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

রায়পুরে খালে ভেসে ছিল যুবকের মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৩, মে ১৭, ২০২২
রায়পুরে খালে ভেসে ছিল যুবকের মরদেহ 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে খাল্লার পুল এলাকা থেকে হান্নান (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৭ মে) সকালে নাজির আলী বাড়ির দরজায় খালের ভেতরে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখে থানায় খবর দেন স্থানীয়রা।

 

হান্নান রায়পুর পৌরসভার খাজুরতলা এলাকার মোল্লা বাড়ির মৃত অলিউল্লার ছেলে। সে ইটভাঙা শ্রমিকের কাজ করতেন।  

হান্নানের বোন আনোয়ারা জানান, দীর্ঘদিন থেকে হান্নান মৃগী রোগে ভুগছিলেন। সোমবার দুপুরে সে তাঁর বাড়িতে এসে খাবার শেষে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশে বের হয়। এরপর তার আর খোঁজ পাওয়া যায়নি। সকালে তার মৃত্যুর খবর পান তারা।  

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, খালের পাশ দিয়ে যাওয়ার সময় পানিতে পড়ে হান্নানের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, মে ১৭, ২০২২

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।