ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, মে ১৬, ২০২২
মাদারীপুরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মাদারীপুর: মাদারীপুরে ইউনাইটেড ইসলামিয়া (ইউআই) সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সজল কুমার সূত্রধরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (১৬ মে) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানবন্ধন অনুষ্টিত হয়।

মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।  

বক্তারা দ্রুত শিক্ষকের উপর হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শান্তির দাবি জানান। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন শিক্ষক নেতারা।  

মানববন্ধন শেষে জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দেওয়া হয়।

উল্লেখ্য, রোববার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে শহরের তরমুগরিয়া এলাকার ইউআই সরকারি বিদ্যালয়ের সামনে কিশোর গ্যাং-এর সদস্য কলেজ রোড এলাকার হাসান মাদবর ও আমিরাবাদ এলাকার রাকিব তালুকদার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় ইউনাইটেড ইসলামিয়া (ইউআই) সরকারি বিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক সজল সূত্রধরের উপরও হামলা চালানো হয়।

সংঘর্ষে উভয়পক্ষের আরও ৭ জন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মে ১৬, ২০২২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।