ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কক্সবাজারে এক লাখ ৭৩ হাজার ইয়াবাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, মে ১৬, ২০২২
কক্সবাজারে এক লাখ ৭৩ হাজার ইয়াবাসহ আটক ১

ঢাকা: কক্সবাজারের উখিয়া থেকে এক লাখ ৭৩ হাজার ইয়াবাসহ মো. জানে আলম (২৬) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

সোমবার (১৬ মে) বিকেলে র‌্যাব-৩ এর সহকারী পরিচালক (অপস ও ইন্ট শাখা) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার (১৫ মে) দিনগত রাতে কক্সবাজারের উখিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জানে আলমের গ্রামের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা এলাকায়। তার শরীর ও বসতবাড়ি তল্লাশি করে একটি বস্তার মধ্য থেকে এক লাখ ৭৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

বীণা রানী দাস বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জানে আলম মাদককারবারে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে জানান।

জানে আলমের নামে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মে ১৬, ২০২২
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।