ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পানছড়ির ৭ প্রতিষ্ঠানকে জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, মে ১৬, ২০২২
পানছড়ির ৭ প্রতিষ্ঠানকে জরিমানা 

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে বাজার এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন পানছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

সোমবার (১৬ মে ) দুপুরে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন দোকানদার ও রেস্টুরেন্টে মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখায় ও দোকানের সামনে বিক্রিত পণ্যের ওপর মূল্য তালিকা না থাকায় ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় ৭টি মামলায় মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে আবদুল্লাহ আল মুমিন বলেন, পানছড়ি বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকা ও জিনিসপত্রের ওপর মেয়াদ শেষ হওয়ার তারিখ উল্লেখ না থাকায় জরিমানা করা হয়। সবাইকে সচেতনভাবে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে হবে। মানুষের অধিকার ও স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এই অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মে ১৬, ২০২২
এডি/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।