ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তালাবদ্ধ ঘরে পড়েছিল গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, মে ১৬, ২০২২
তালাবদ্ধ ঘরে পড়েছিল গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে রোজিনা পারভীন (৩৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ মে) রাত ১১টার দিকে উপজেলার চরদাহ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রোজিনা পারভীন কালিগঞ্জ উপজেলার কাশেমপুর এলাকার মোহাম্মদ রায়হান আলীর মেয়ে ও ঝিনাইদহ জেলার কোটচাঁদ উপজেলার মোহরপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। তিনি তার স্বামীকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, কয়েক বছর আগে শফিকুল ইসলামের সঙ্গে রোজিনা পারভীনের বিয়ে হয়। বিয়ের পর থেকে ওই দম্পতি কালিগঞ্জ উপজেলা সদরের চরদাহে একটি ভাড়া বাসায় থাকতেন। তবে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। রোববার দিনভর তাদের কোনো সাড়া শব্দ না পাওয়ায় প্রতিবেশী ভাড়াটিয়ারা বিষয়টি বাড়ির মালিককে জানান। বাড়ির মালিক রোজিনা পারভীনের বাবা-মাকে জানালে তারা এসে ঘরে তালাবদ্ধ দেখেন। পরে তারা তালা ভেঙে রোজিনার মরদেহ পড়ে থাকতে দেখেন এবং পুলিশে খবর দেন।  

একপর্যায়ে রোববার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ রোজিনার মরদেহ উদ্ধার করে। তবে, রোজিনার স্বামী শফিকুল ইসলাম পলাতক রয়েছেন।

রোজিনার বাবা মোহাম্মদ রায়হান আলী বলেন, তার মেয়েকে হত্যার পর জামাই শফিকুল পালিয়ে গেছে। তিনি এর বিচার চান।

কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, মে ১৬, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।