ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

হোসেনপুরে বীর মুক্তিযোদ্ধা কাদির ভূঞাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, মে ১৫, ২০২২
হোসেনপুরে বীর মুক্তিযোদ্ধা কাদির ভূঞাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার রহিমপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা কাদির ভূঞা (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৫ মে) বিকেলে ওই গ্রামে তাঁর জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিন সকালের দিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাদির ভূঞা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজায় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, শাহেদল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসিম সবুজ প্রমুখসহ বীর মুক্তিযোদ্ধারা, রাজনৈতিক দলের নেতারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

তাঁর মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধারাসহ নানা শ্রেণী-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মে ১৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।